ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৭:৩১:২১ অপরাহ্ন
পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুম, অধ্যক্ষের রুমসহ বেশি কয়েকটি একাডেমিক ভবনে তালা দিয়ে কর্মসূচি শুরু করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে শাটডাউন কর্মসূচি পালনকালে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ৬ দাবি পূরণ না হওয়ায় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সকল পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধের ঘোষণা দেন।তারা বলেছেন, আমরা বিগত আট মাস ধরে সরকারকে সময় দিয়ে যাচ্ছি। আরও সময় দিতে চাই। সরকারের গঠিত কমিটির সঙ্গে আমাদের তিনবার বৈঠক হয়েছে। তবে ফলপ্রসূ কিছু দেখছি না। তাই আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় প্রতিনিধিরা বলেন, আমরা জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি ৬টা। তার মধ্যে কয়েকটি দাবি দ্রুত পূরণ করতে হবে। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে।

এ ছাড়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। কারিগরি সংস্থার কমিশনের মাধ্যমে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ