ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৩৫:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:৩৫:৩৮ অপরাহ্ন
নীলফামারীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ সংবাদচিত্র: সংগৃহীত
নীলফামারীতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দুই ইপিজেড শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের হাজীপাড়া মসজিদ সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সুইটি আক্তার ও তাজকিনা আক্তার। তারা দু’জনই উত্তরা ইপিজেডের সেকশন সেভেন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে সুইটি আক্তার ও‌ তাজকিনা আক্তার অগ্নিদগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে অগ্নিদগ্ধদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে অগ্নিদগ্ধ দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

বাংলাস্কুপ/প্রতিধি/এনআইএন
 
 
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ