মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৪-২০২৫ ১২:২০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৪-২০২৫ ০১:২১:৪৫ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া, দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি করপোরেশনকে নিষেধ করা হয়েছে।
হাইকোর্ট বেঞ্চ গরুর হাটের স্থান ইজারা দেয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছেন, বিশেষ করে যখন মাত্র ৮.৪ কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট বিদ্যমান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স