কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে আন্দোলন হয়নি: আমীর খসরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৪-২০২৫ ০৭:০৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৪-২০২৫ ০৭:১২:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৮ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনটি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে আগামীতে করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজো কমিটি। এর আগে রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবারের এই বৈঠকে প্রথমে ন্যাপ ভাষানী, এরপর আমজনতার পার্টি এবং সবশেষ পিপলস পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে তিনি জানান, গেলো ১৬ বছরের আন্দোলন ছিলো মানুষের ভোটের অধিকার ফেরানোর। বৈঠকে অংশ নেওয়া দলগুলো দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি করেছে বলেও জানান তিনি।
বৈঠক শেষে নির্বাচন নিয়ে নিজেদের মতামত জানায় তিন দলের প্রতিনিধিরা। সবার বক্তব্যেই ছিলো দ্রুত নির্বাচনের রোডম্যাপের প্রত্যাশা।
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি পুনবিবেচনা হতে পারে বলে মনে করেন আমীর খসরু। তিনি জানান, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের কারণই ছিলো ভোট ও নাগরিকদের অধিকার ফেরানোর জন্য।
কোনো বিশেষ গোষ্ঠী বা সুবিধাভোগী যদি গণতন্ত্রের বিপক্ষে গিয়ে বিরুদ্ধাচারণ করে সেটি সুখকর হবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স