ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৩:৩৩:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৩:৫৬:০৯ অপরাহ্ন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে সংবাদচিত্র: সংগৃহীত
জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে জমার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে যাত্রাবাড়ীর প্রতিবেদন ২০ জুলাই এবং রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন একইদিন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণহত্যার আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে জমার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে যাত্রাবাড়ীর প্রতিবেদন ২০ জুলাই এবং রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন একইদিন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে সকালে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একাধিক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আলাদা আলাদা চার মামলায় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিষয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং পরবর্তী শুনানি দিন ধার্য করা হবে।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল মামুন ছাড়া অন্যরা হলেন-ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা ও ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহা, সাবেক এসআই মো. আব্দুল মালেক, সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সাহা, সাবেক কনস্টেবল মো. মুকুল হোসেন এবং রবিউল আলম।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর নতুন ভিডিও পাওয়ার দাবি
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ