ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০২:৫০:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০২:৫৩:৩৫ অপরাহ্ন
কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলার মুরাদনগর ও বরুড়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। তবে, তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে, বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) ও আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এসময় বজ্রপাতে হলে দুই জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুর হক ও বাঙ্গুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ