ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বাড়ছে অন্তর্বর্তী সরকারের কলেবর

আপলোড সময় : ০৯-১০-২০২৪ ১১:৪৭:০০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৭:৪৮:০৬ অপরাহ্ন
​বাড়ছে অন্তর্বর্তী সরকারের কলেবর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। ফাইল ফটো
বাংলা স্কুপ স্পেশাল :
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ছে। কতজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, সাবেক দুজন আমলা, একজন ব্যবসায়ী এবং একজন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হচ্ছেন ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে। 
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে। 
সূত্র জানায়, দ্রব্যমূল্য ও ব্যবসা-বাণিজ্যে চলমান পরিস্থিতি সামাল দিতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একই সঙ্গে দায়িত্ব পালন করছেন অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন। ফলে দেশের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামাল দেওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন নতুন উপদেষ্টা খোঁজা হচ্ছে বলে জানা গেছে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সাবেক কোনো সচিব অথবা দেশের শীর্ষ কোনো ব্যবসায়ী। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত কোনো সচিবকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিনের নাম পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 
সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অনানুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এমন একজন সাবেক সচিবকেও দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য দুটি বড় শিল্পগোষ্ঠীর কর্ণধারদের অনুরোধ করা হয়েছে। এঁদের একজন জানিয়েছেন, তাঁর পক্ষে এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো সম্ভব হবে না। অন্যজন তাঁর মতামত এখন পর্যন্ত জানাননি। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যে সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তিনি এই দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে এর বাইরে আরও দুজন সাবেক আমলার নামও এই মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে। চলতি মাসের মধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন নতুন উপদেষ্টা নিয়োগ চূড়ান্ত হতে পারে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টা তালিকায় থাকাদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন ২০১৯ সালে ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান এবং ২০২১ সালের ৬ এপ্রিল তিনি এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। অবসরে যাওয়া আগ পর্যন্ত তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তাঁর বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে। 
অপর একটি সূত্র জানায়, সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। ইতিমধ্যে সরকারের সবুজ সংকেত পেয়ে তিনি রাজনৈতিক দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে নতুন দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যোগ দিয়েছিলেন তিনি। বর্তমানে এবি পার্টির আহ্বায়কের দায়িত্বে আছেন তিনি। তবে একটি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার সবুজ সংকেত পেয়ে তিনি মঙ্গলবার ৮ অক্টোবর এবি পার্টি থেকে পদত্যাগ করছেন। 


এএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ