ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​আরও ২০ হাজার টন চাল এলো ভিয়েতনাম থেকে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০২:০৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৩:১৩:০০ অপরাহ্ন
​আরও ২০ হাজার টন চাল এলো ভিয়েতনাম থেকে প্রতীকী ছবি
ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। খাদ্য অধিদফতর এ চাল আমদানি করেছে।

সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন ০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
 
জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলো, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলেন, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। শুরু করা হয়েছে চাল খালাসের কার্যক্রম।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ