ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সোনালি রঙের কৈ মাছ দেখে এলাকায় হৈ-চৈ কান্ড

এ যেনো সোনার তৈরি মাছ!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২৫:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২৫:৩৯ অপরাহ্ন
এ যেনো সোনার তৈরি মাছ! সংবাদচিত্র: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুল মুক্তাদির তরফদার নামে এক ব্যক্তির বাড়ির পুকুরে ধরা পড়েছে সোনালি রঙের একটি কৈ মাছ। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামের বাসিন্দা তিনি। জানা গেছে, বৃষ্টির সময় কৈ মাছটি পুকুর থেকে পাড়ে উঠে আসে। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার সেটি দেখতে পেয়ে ধরে নিয়ে আসেন। ভিন্ন রঙের কৈ মাছ ধরার পড়ার খবর পেয়ে তাদের বাড়িতে ভিড় করতে থাকেন উৎসুক লোকজন ও আত্মীয়-স্বজনরা।

আব্দুল মুক্তাদির তরফদারের বাড়িতে গিয়ে দেখা গেছে, একটি এ্যাকুরিয়ামে সযত্নে মাছটিকে রেখে দিয়েছেন ইমন তরফদার। সোনালি রঙের কৈ মাছটিকে খাবার দিচ্ছেন তিনি। ইমন তরফদার জানান, দুদিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পাড়ে উঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে নিয়ে আসি। মাছটির পেটে ডিম রয়েছে। এদিকে সোনালি রঙের কৈ মাছটির ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন, অনেকগুলো মাছের মধ্যে দু-একটি এমন হতেই পারে। জেনেটিক কারণে এমন হয়ে থাকে।মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন বলেন, এটি আমাদের দেশীয় কৈ মাছই। জেনেটিক কারণে অনেকগুলো মাছের মধ্যে হঠাৎ দু-একটি এমন হয়ে যায়। তবে, এটি নতুন কোনো জাত নয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ