ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর একটায় ইতালির রোম ছাড়েন তিনি।
এর আগে রোমে তার সাথে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। সাক্ষাতে দুই নেতা স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন।
এছাড়াও ক্যাথলিক চার্চের কার্ডিনাল সিলভানো মারিয়া টোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাদ আলাদাভাবে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন।
শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন।
এর আগে গত শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ নেতাদের সাক্ষাৎ