ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​নিজের জন্য সেরা অপশনই বেছে নেব : আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৭:৩৮:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৭:৩৮:৫১ অপরাহ্ন
​নিজের জন্য সেরা অপশনই বেছে নেব : আসিফ মাহমুদ ​ফাইল ছবি
​স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলে যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব।’

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটি আকাঙ্ক্ষা আছে, যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব, তা নির্ধারণের সময় এখনো আসেনি।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ