ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​পৌনে দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৭:২৫:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৭:২৫:৫৪ অপরাহ্ন
​পৌনে দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু ​ফাইল ছবি
বৈদ্যুতিক ত্রুটির কারণে পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। 

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ৬ টা ৫০ মিনিটে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়। 

এর আাগে বিকাল ৫টা ৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন শত শত সাধারণ যাত্রী। 

সে সময় ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, ‘মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় এ সংকট তৈরি হয়েছে।’

চলাচল বন্ধের কারণে যারা যাত্রা পথে ছিলেন, তাদের অনেকেই ট্রেনের ভেতর আটকা পড়েন। স্টেশনগুলোতেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ