ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত ৫ শতাধিক, জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৭:১৫:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৮:৫৯:৫৩ অপরাহ্ন
​ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত ৫ শতাধিক, জরুরি অবস্থা জারি ​ছবি: সংগৃহীত
ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শক্তিশালী ওই বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হরমোজান জরুরি দফতর জানিয়েছে, একটি ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে ৫৬১ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হরমোজান হাসপাতালে নেয়া হয়েছে। হরোমজান সংকট ব্যবস্থাপনা দফতরের প্রধান পরিচালক বলেন, বিস্ফোরণটি ব্যাপক শক্তিশালী ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রচণ্ড বিস্ফোরণের পরই আগুন ধরে যায় কন্টেইনার ডিপোতে। কয়েকটি দেশ ওই কন্টেইনার ডিপো ব্যবহার করে আসছিল। এ ঘটনার পরপরই বন্ধ করা হয় বন্দরটির সব কার্যক্রম। পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিস্ফোরণের পর কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায়।

পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা এবং জরুরি উদ্ধারকারী দল বন্দরের কার্যক্রম স্থগিত করেছে। আহতদের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বন্দর আব্বাসহ স্থানীয় হাসপাতালগুলোত জরুরি অবস্থা জারি করেছে।

দেশটির জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, এখন পর্যন্ত ৫৬১ জন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।  

ফারসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে, কাশেম থেকেও শোনা গেছে। যা বন্দর আব্বাস থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ