ডেসকোর বোর্ড সভায় কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৪-২০২৫ ০৩:৫১:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৪-২০২৫ ০৩:৫১:২০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ৫০২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় মিরপুরে ডেসকো'র স্ক্যাডা সেন্টারে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব)ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম । এসময় ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় ডেসকো'র ২০২৪-২৫ অর্থবছরের অনিরীক্ষিত ৩য় ত্রৈমাসিক আর্থিক বিবরণী উপস্থাপিত ও অনুমোদিত হয়। সভায় জানানো হয়, গত অর্থবছরে অর্থাৎ ২০২৩-২৪ এ অপারেটিং লস ১৮১.১২ কোটি টাকা ছিল, এবছর প্রফিট হয়েছে ১১০. ৫২ কোটি টাকা। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সুচিন্তিত, পরিকল্পিত দিকনির্দেশনা, সৎ মানসিকতা এবং ডেসকো'র কর্মকর্তাদের কর্মোদ্দীপনা ফিরে আসায় নেট হিসাবে গতবছরের তৃতীয় প্রান্তিকে ২৭০.৮২ কোটি টাকা লস হলেও এ বছর মাত্র ৭৮.৫৫ কোটি টাকা লস হয়েছে। এ গতিতে চলতে থাকলে ডেসকো অতি অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে বলে জানানো হয়।
বোর্ড সভার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সকল বোর্ড সদস্য ডেসকো'র কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ডেসকো বোর্ডের পরিচালক মো. সবুর হোসেন, অতিরিক্ত সচিব (অব:) ও ডেসকো বোর্ডের পরিচালক এ এইচ এম জিয়াউল হক, ডেসকো বোর্ডের পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) ও ডেসকো বোর্ডের পরিচালক অঞ্জনা খান মজলিশ, ডেসকো বোর্ডের পরিচালক মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান ও ডেসকো বোর্ডের স্বতন্ত্র পরিচালক লুতফে মাওলা আইয়ুব এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ডেসকো বোর্ডের স্বতন্ত্র পরিচালক ফারজানা চৌধুরী ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স