ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০৩:৩৩:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০৩:৩৩:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ছবি : প্রতীকী
রাজশাহী নগরীতে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে রিমন ঘোষ তুফান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকার এক বাসায় ইন্টারনেট সংযোগ দিতে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হন তিনি। মৃত তুফান নগরীর সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে।

নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) সুমন কাদেরী জানান, বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় তুফান বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন কাদেরী বলেন, ‘এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ