ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না: ভারত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১২:২৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০১:২৯:১৫ অপরাহ্ন
সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না: ভারত ফাইল ছবি
পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এমন কথা বলেন দেশটির জলশক্তিমন্ত্রী সিআর পাটিল। খবর দ্য হিন্দুর।গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত।

চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন জলশক্তিমন্ত্রী পাটিল। বৈঠক শেষে সংবাদিকদের পাটিল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।”

পাটিল আরো বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছু নির্দেশ জারি করেছেন এবং সেগুলো অনুসরণ করার জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য শাহ বেশ কয়েকটি পরামর্শও দিয়েছেন।”পরবর্তীতে এক্স-এ একটি পোস্ট করে পাটিল লিখেন, “সিন্ধু পানিচুক্তির বিষয়ে মোদি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত আইনসঙ্গত এবং জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করব যে, সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে প্রবাহিত না হয়।”

সিন্ধু নদ ব্যবস্থার সিন্ধু, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং শতদ্রু- পাকিস্তানের পানির প্রধান উৎস। দেশটির আশি শতাংশ চাষযোগ্য জমি, যা প্রায় ১ কোটি ৬০ লাখ হেক্টর, সিন্ধু নদের পানির উপর নির্ভরশীল।পাকিস্তান গতকাল হুমকি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ