ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ইকুয়েডরে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৮:১১:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৮:১১:৪২ অপরাহ্ন
​ইকুয়েডরে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প প্রতীকী ছবি
ইকুয়েডরের উপকূলের কাছে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে কিছু বাড়িঘরের ক্ষতির খবর পাওয়া গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুকবার (২৫ এপ্রিল) বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে ১৩ মাইল (২০.৯ কিলোমিটার) উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ২১ দশমিক ৭ মাইল (৩৫ কিলোমিটার)।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’-এ জানিয়েছে, কমপক্ষে ১০টি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তারা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করছে।

কিছু স্থানীয় সংবাদমাধ্যম ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের প্রশান্ত মহাসাগরের উপকূলীয় শহর এসমেরালডাসের ছবি দেখিয়েছে, যেখানে কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইকুয়েডরের কর্তৃপক্ষ প্রথমে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করেছিল, কিন্তু কিছুক্ষণ পরে তা বাতিল করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ