ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুতই বরখাস্তের আদেশ প্রত্যাহার : বিদ্যুৎ সচিব

​বিদ্যুৎকর্মীর মৃত্যু : প্রকৌশলীদের দায় পায়নি মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৫:৩৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৫:৪২:৫২ অপরাহ্ন
​বিদ্যুৎকর্মীর মৃত্যু : প্রকৌশলীদের দায় পায়নি মন্ত্রণালয়

রাজধানীর রামপুরায় বৈদ্যুতিক তার পরিবর্তনের সময় বিদ্যুৎকর্মী নিহতের ঘটনায় মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বিদ্যুৎ বিভাগে প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সচিব দপ্তর থেকে ইতিমধ্যেই তা বিদ্যুৎ উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই বিদ্যুৎকর্মীর মৃত্যুর ঘটনা নিছক একটি দুর্ঘটনা। এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের কোনো দায়িত্বহীনতার প্রমাণ মেলেনি। তবে ভবিষ্যতে যাতে এ জাতীয় দুর্ঘটনা না ঘটে তার জন্য তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য সুপারিশ হচ্ছে- ডিভিশনগুলোতে আরো যাচাই-বাছাই করে বাৎসরিক ঠিকাদার নিয়োগ, ঠিকাদার নিয়োগের দরপত্রে (টেন্ডার) বিভিন্ন শর্তাবলীতে সংস্কার আনা, একই ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিক ডিভিশনে কাজ না দেয়া, ঠিকাদার প্রতিষ্ঠানের বিদ্যুৎকর্মীসহ অন্যান্য কর্মীদের ইন্সুরেন্স বাধ্যতামূলক করা, বিদ্যুৎকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ এবং কাজ করার সময় তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা। 

এদিকে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) গঠিত তদন্ত কমিটিও মগবাজার ডিভিশনের প্রকৌশলীদের ওই দুর্ঘটনার জন্য দায়ী করেনি। তবে তারাও দুর্ঘটনা রোধে কতিপয় সুপারিশ প্রতিবেদনে সংযুক্ত করেছে।

গত ৯ এপ্রিল বিকালে পশ্চিম রামপুরায় নতুন সার্ভিস তার সংযোগ দেয়ার সময় এলটি লাইনে দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান মগবাজার ডিভিশনের বাৎসরিক ঠিকাদার তামিম ইন্টারন্যাশনালের লাইনম্যান কামরান হোসেন। এ ঘটনায় ১৫ এপ্রিল দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছির উদ্দিন (আইডি: ১১২৫৯), উপ-বিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহে আলম (আইডি: ১১৪৮৩) ও সহকারী প্রকৌশলী শেখ আবেদ আলীকে (আইডি: ১১৪৩২) সাময়িক বরখাস্ত করে ডিপিডিসি। 

এ ঘটনায় ডিপিডিসিতে কর্মরত বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁদের জোর দাবির প্রেক্ষিতে ১৬ এপ্রিল রাতেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছির উদ্দিনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেয় ডিপিডিসি। তবে অন্য দুজনের বরখাস্তের আদেশ এখনো প্রত্যাহার না হওয়ায় প্রকৌশলীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাঁরা বলছেন, দায় না থাকার পরও যদি প্রকৌশলীদের এভাবে বরখাস্ত করা হয় তাহলে মাঠপর্যায়ে প্রকৌশলীরা কীভাবে কাজ করবেন?

বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বাংলা স্কুপকে বলেন, তদন্ত প্রতিবেদন আমি হাতে পেয়েছি। দু-একদিনের মধ্যেই ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালককে এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পাওয়া গেছে। অচিরেই তা বাস্তবায়ন করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই প্রকৌশলীদের সাময়িক বরখাস্তের আদেশ একটি প্রশাসনিক বিষয়। ইতিমধ্যে আমি জানতে পেরেছি, একজনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। অন্য দুজনেরটা দ্রুতই প্রত্যাহারের ব্যবস্থা নেবে ডিপিডিসি কর্তৃপক্ষ। এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নূর আহমদ বাংলা স্কুপকে বলেন, ডিপিডিসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ওই দুর্ঘটনায় কোনো প্রকৌশলীর দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যেই একজনের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আমি জানতে পেরেছি, মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে এবং সেখানেও প্রকৌশলীদের দায়ী করা হয়নি। এ সপ্তাহেই অন্য দুই প্রকৌশলীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকাদার নিয়োগের শর্তাবলীতে অনেক গলদ রয়েছে। ইতিমধ্যে আমি সেগুলো চিহ্নিত করেছি। বিদ্যুৎ উপদেষ্টা ও সচিব মহোদয়ের সুচিন্তিত পরামর্শে আমি এ বিষয়ে কাজ করছি। দ্রুতই এসব বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। ভবিষ্যতে বাৎসরিক ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে আরো কঠোর হবে ডিপিডিসি।

ডিপিডিসির এমডি আরো বলেন, নিহত বিদ্যুৎকর্মী কামরান হোসেনের সহধর্মিনীর সঙ্গে গত সপ্তাহে আমি কথা বলে সমবেদনা জানিয়েছি। ওই পরিবারের ভরণ-পোষনের জন্য কী কী করা যায়, তা নিয়ে কাজ করছি।

এদিকে, বিদ্যুৎ বিভাগ থেকে জানা যায়, কাজ করার সময় বিদ্যুৎকর্মীর মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ জাতীয় ঘটনা রোধে ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে বিদ্যুৎকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যা দ্রুত বাস্তবায়নের জন্য বিদ্যুৎ বিতরণী কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

​মন্ত্রণালয়ের প্রতিবেদনের অপেক্ষায় প্রকৌশলীরা!
ডিপিডিসির তিন কর্মকর্তা বরখাস্ত, ক্ষুব্ধ প্রকৌশলীরা
আর কত বিদ্যুতকর্মীর প্রাণ গেলে টনক নড়বে!



প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ