ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পল্লী বিদ্যুতের চুরি যাওয়া তার মিলল যুবদল নেতার বাড়িতে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৩:৪৪:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৩:৪৪:৫৯ অপরাহ্ন
পল্লী বিদ্যুতের চুরি যাওয়া তার মিলল যুবদল নেতার বাড়িতে সংবাদচিত্র: সংগৃহীত
নরসিংদীতে পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার স্থানীয় এক যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের ইমান হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া ১০৫ মিটার তার উদ্ধার করা হয়।ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও একই ইউনিয়ন পরিষদের সদস্য। নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার চুরি হয়। এগুলো সংযোগবিহীন অবস্থায় বর্ধিত সঞ্চালন লাইনে ছিল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম যুবদল নেতা ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালান এবং তারগুলো উদ্ধার করেন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। অভিযানকালে পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পল্লী বিদ্যুতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে যুবদল নেতা মো. ইমান হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ