ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুঁজে রিল বানায়: স্বস্তিকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৩:২১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৬:০১:০৪ অপরাহ্ন
পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুঁজে রিল বানায়: স্বস্তিকা ​স্বস্তিকা মুখার্জি। ফাইল ছবি
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সমকালীন বিষয়ে অকপট কথা বলে থাকেন। ইদানীং বিভিন্ন অনুষ্ঠানে আগত ভ্লগারদের নিয়ে দারুণ বিরক্ত স্বস্তিকা। তাই কোনো সিনেমার প্রিমিয়ারে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ফেসবুকে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে এই ঘোষণা দেন।স্বস্তিকা পরিষ্কারভাবে লেখেন, “আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না, পরের সিনেমারও না। এমনিতেও কম যাই, সে নিজের হোক বা পরের। এর পেছনে অনেক কারণ।”

প্রিমিয়ার অনুষ্ঠানের ভিড় দেখে সিনেমা দেখতে হলে যান না দর্শকরা। তা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, “প্রিমিয়ারে ভিড় বা তার পরের দিন কাগজে কভারেজ দেখে বা তৎক্ষণাৎ সামাজিক মাধ্যমে রিলস দেখে, সিনেমাটা দেখব কিনা এটা কোনো দর্শক নির্ধারণ করেন না। করেন সিনেমার টিজার, ট্রেইলার, পোস্টার দেখে বা যদি সিনেমার কলাকুশলী দেখে তাদের সিনেমাটা দেখতে ইচ্ছে করে। আমরা যথেষ্ট প্রচার করি, সেটা মানুষকে জানান দেওয়ার জন্যই যে এই কাজটা আসছে।”

কলকাতা শহরে সবাই পাপারাজ্জি হয়ে উঠেছেন। তা স্মরণ করে স্বস্তিকা মুখার্জি লেখেন, “সবার হাতে ফোন। সমস্ত ফুটেজ ওই ফোনে তোলা হচ্ছে। কে আসলে মিডিয়া আর কে ব্লগার, ইনফ্লুয়েন্সার, ভ্লগার বোঝার উপায় নেই। কেনই বা তাদেরকে বাইট দেব বা তাদের ফোনে বন্দি হব জানি না। হঠাৎ করে এই শহরে সবাই পাপারাজ্জি। আর কোনো ডেকরাম নেই, কোনো নির্ধারিত জায়গা নেই, যেখানে মোবাইল হাতে ফটোগ্রাফাররা দাঁড়াবেন, সবাই গায়ের ওপর উঠে পড়ে, পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুঁজে দিতে পারলেই ব্যাস বেস্ট রিলটা বানিয়ে ফেলবে। সেদিন ট্রেইলার লঞ্চিংয়ে আমার ছবি তুলতে গিয়ে কেউ একজন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল।”

প্রিমিয়ার অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত না দেওয়ার আহ্বান জানিয়ে স্বস্তিকা মুখার্জি লেখেন, “এত ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি পোষায় না। আমি বাউন্সার নিয়ে ঘুরতে অক্ষম, সক্ষম হতে চাই না। রাস্তা-ঘাটে শুটিং করতে লাগে ঠিকই। কিন্তু তার বাইরে নিজের সিনেমা দেখতে গিয়ে যদি পেছনে বাউন্সার নিয়ে যেতে হয়! কারণ মানুষ গায়ে উঠে পড়বেই তাহলে সেখানে না যাওয়াই ভালো। এটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ডিসিশন। আমায় আর নেমন্তন্ন করবেন না। মুখের ওপর না বলতে না পারলে হাসি মুখে কাটিয়ে দেব। আমি যে সিনেমায় কাজ করব, জীবন উজাড় করে তার প্রচার করব। প্রিমিয়ারে পৌঁছে এক হাজারটা বাইট আরো আরো কয়েক শো সেলফি আর বাজে ছবি তুলতে পারছি না।”

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ