ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ১১:০৮:২২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ১২:৪০:২৩ অপরাহ্ন
ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই সংবাদচিত্র: সংগৃহীত
ইসরায়েলে ভয়াবহ দাবানলে প্রায় আড়াই হাজার একরের বন পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর থেকে ইসরায়েলের ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ২ হাজার ৪৭০ একরের বন পুড়ে গেছে।

এর আগে, গত বুধবার ইসরায়েলের মোশাভ তারুমের কাছে আগুনের সূত্রপাত হয়। বিমানের সহায়তায় আগুন নেভানোর সময় প্রবল বাতাসের কারণে আগুন আরো তীব্র হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভয়াবহ আকার ধারণ করে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ