'জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে'
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৪-২০২৫ ০৯:২২:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৪-২০২৫ ০৯:২২:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনমানুষের যে চাওয়া, তার সঙ্গে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি দাওয়া নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের পৌরসভা চত্বরে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সংস্কার তো জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, টিভিতে টকশোতে...তা বিএনপির ৩১ দফাতেই আছে। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি সংস্কার কার্যক্রম শুরু করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেই সংগ্রাম নিয়ে রাজপথে নেমে এসেছিলাম বিগত ১৫ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায়, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের এই বলিদানকে কোনভবে বৃথা যেতে দেওয়া যাবে না।’
এসময় দলীয় কার্যক্রম গতিশীল করতে ৩১ দফা নিয়ে জনগণের বাড়ি বাড়ি যেতে ও জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানুসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স