ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৩:৩০:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৩:৫৫:৩৫ অপরাহ্ন
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল সংবাদচিত্র: সংগৃহীত
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। শহরগুলো থেকে ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। বিমানের সহায়তায় আগুন নেভানোর সময় প্রবল বাতাসের কারণে আগুন আরও তীব্র হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর পর বেইট শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এশতাওল, বেইট মেইর এবং মেসিলাত জিওন শহর থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়িচালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন।

জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।  দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা।এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।দমকল ও উদ্ধার পরিষেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, একাধিক দাবানল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কাজ করার সময় তিনজন দমকলকর্মী এবং একজন নারী পুলিশ আহত হয়েছেন। এর আগে, দমকল ও উদ্ধার কর্তৃপক্ষের একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে বলেছিলেন, আগুনের ফলে নয়জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন বেসামরিক নাগরিক রয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক অগ্নিনির্বাপক দল ছাড়াও, ইসরায়েলি বিমান বাহিনী এবং প্রযুক্তিগত ও লজিস্টিকস ডিরেক্টরেটের দমকল ইঞ্জিনগুলো অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা এবং ইসরায়েলি পুলিশের পাশাপাশি কাজ করেছে।ইসরায়েলের আবহাওয়া দপ্তর মঙ্গলবার এবং বুধবার ‘চরম’ আবহাওয়ার সতর্কতা জারি করেছিল, যার ফলে রেকর্ড তাপমাত্রার সম্ভাবনা রয়েছে।ইসরায়েলে বেশিরভাগ বনের আগুন মানুষের দ্বারা সৃষ্ট এবং সাধারণত অবহেলার ফল।দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ১৯৮৯, ১৯৯৫, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে দেশটিতে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ