প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কাতারের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেছে। বুধবার (২৩ এপ্রিল) আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে দোহায় কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের সাক্ষাতের আগে কাতারের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
বৈঠককালে, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, দুটি দেশের সশস্ত্র বাহিনী এবং জাতির মধ্যে সম্পর্ক আরো জোরদার করার মাধ্যমে উভয় দেশই পেশাদারভাবে উপকৃত হবে।তিনি আশ্বাস দেন যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী গত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে অর্জন করা তাদের বিশাল অভিজ্ঞতা কাতারের সশস্ত্র বাহিনীর কল্যাণে কাজে লাগাবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন