সীমান্তের সব ভিডিও সত্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৪-২০২৫ ০৮:১৫:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৫ ০৮:১৫:২০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আরাকান আর্মি অনেক দিন ধরে ফাইট করছে। এদের অনেকে এপারে বিয়ে করেছে। এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়। সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে।’
বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্ডারটা খুবই ডিফিকাল্ট। আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি। কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে, আপনাকে বুঝতে হবে। এটার সমাধানে চেষ্টা চলছে।’
পাহাড় নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। ক্যাম্প কমান্ডার ছিলাম, সিও ছিলাম ও বিগ্রেড কমান্ডার ছিলাম। পাহাড় অশান্ত তো আপনারা দেখেনই। এখন ওই তুলনা করতে গেলে পাহাড় এখন পুরোটাই শান্ত। এ ছোটখাটো অপহরণ আমাদের প্লেইন ল্যান্ডেও তো হচ্ছে। পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, অনেক শান্ত আছে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স