রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন না করার অনুরোধ ডিএমপির
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৪-২০২৫ ০৭:০৪:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৫ ০৭:০৪:১৩ অপরাহ্ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সড়ক অবরোধ করে কর্মসূচি পালনের নামে যান চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানিয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবিদাওয়া আদায়ের নামে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছে। এতে ঢাকা শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
সে কারণে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীগণ নানা বিড়ম্বনার সম্মুুখীন হচ্ছেন। বিশেষ করে বিদেশগামী যাত্রী ও অসুস্থ রোগী পরিবহনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ চেষ্টা করছে।
এরূপ পরিস্থিতিতে নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে ডিএমপি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স