ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৪:০৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৫:৩৮:১৪ অপরাহ্ন
কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা বাংলাদেশের ফাইল ছবি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরের মতোই সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ যেকোনও ধরনের সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখবে।

এই হামলার পেছনের দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পহেলগামের ওই হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। বাংলাদেশ সরকার বিশ্বাস করে, শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা ও প্রতিবাদ
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ