ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​শুটিংয়ে আহত ইমরান হাশমি

আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০২:৩১:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০৩:৩১:১৯ অপরাহ্ন
​শুটিংয়ে আহত ইমরান হাশমি
বাংলা স্কুপ, ৮ অক্টোবর: 
অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। হায়দরাবাদে ‘গুদাচারি ২’ সিনেমার শুটিংয়ের সময় আহত তিনি। অ্যাকশন দৃশ্যে ঝাঁপ দেওয়ার সময় তাঁর ঘাড়ে আঘাত লাগে। কেটে যায় অনেকটা অংশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে অভিনেতার ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা গেছে। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা।
ইমরান হাশমির বিজনেস অ্যাসোসিয়েট সানি খান্না জানিয়েছেন, ইমরান মঙ্গলবার (৮ অক্টোবর) ভোরে মুম্বাই ফিরেছেন। চোট নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেতা। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। 
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ইমরান হাশমি স্টান্ট করার সময় এমন বিপদের সম্মুখীন হন। শুটিং করার সময় তিনি চোট পেয়েছিলেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইমরান অ্যাকশন দৃশ্যে যখন শুটিং করছিলেন, তখনই লাফ দেওয়ার সময় ভীষণভাবে আঘাত পান। তবে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে দেওয়া হয়। এবং শীঘ্রই শুটিং শুরু করতে পারবেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইমরান হাশমি ঘোষণা করেছিলেন ‘গুদাচারি ২’ ছবিটির। সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন ফার্স্টলুক পোস্টার। ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চায়জি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে। বোর্ডিং মিশন #G2। শুটিং চলছে।’ 
'গুডচারি ২' নিয়ে ইমরানের ভক্তরাও বেশ উত্তেজিত। এটি তেলুগু সিনেমা। যেখানে অভিনেতাকে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে। এর আগে তিনি পবন কল্যাণের সঙ্গে তেলেগু সিনেমা 'ওজি' করেছিলেন। ইমরান হাশমিকে শেষ দেখা গিয়েছিল 'এক থা টাইগার'-এ। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। এ ছাড়াও, অভিনেতাকে পবন কল্যাণের একটি সিনেমায় দেখা যাবে। ২০২৫ সালে মুক্তি পাবে ছবিটি।
স্কুপ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ