মৃতের সংখ্যা আরো বাড়ার শঙ্কা
কাশ্মিরে জঙ্গি হামলায় অন্তত ২০ পর্যটকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-০৪-২০২৫ ০৯:৩২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৫ ০৯:৩২:৫৮ অপরাহ্ন
কাশ্মীরে জঙ্গি হামলার পর একটি তল্লাশিকেন্দ্রে গাড়ি থামাচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স।
ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় অন্তত ২০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। আহত হয়েছে আরও ১০ জন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসোর্টের অদূরে পর্যটকেরা আক্রান্ত হন বলে জম্মু ও কাশ্মীর পুলিশের সূত্র উদ্ধৃত করে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রায় এক বছরের মধ্যে কাশ্মীর অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।
আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলগুলো এর আগে প্রাথমিক খবরে এই জঙ্গি হামলায় একজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর জানিয়েছিল।
সবুজে ঘেরা বৈসরন উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ওই পর্যটকেরা সন্ত্রাসবাদীদের কবলে পড়েন। সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি করেছে বলে ওই সূত্র জানাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পহেলগাঁও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
হামলার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ ঘটনার তীব্র নিন্দা করেছেন। সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘দোষীরা কেউ রেহাই পাবে না।’’
এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে অনেকে মনে করছেন লশকর-ই-ত্যায়বা বা তার ‘ছায়া সংগঠন’ ‘তেহরিক লবাইক ইয়া মুসলিম (টিএলএম) এই হত্যাযজ্ঞ চালাতে পারে। গত বছর জুন মাসে লোকসভা ভোট মেটার পরেই রিয়াসি জেলার শিবখোদা মন্দির থেকে কাটরাগামী পুণ্যার্থীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় ১০ জন নিহত হয়েছিলেন।
সূত্র : আনন্দ বাজার অনলাইন
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স