‘আমার লজ্জা নেই’, পোশাক বিতর্কে বললেন বিদ্যা বালান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-০৪-২০২৫ ০৭:৩৯:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৫ ০৭:৩৯:৩৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শোবিজ তারকাদের ঘিরে সাধারণ দর্শকদের আগ্রহের কমতি নেই। বলিউড তারকাদের পাপারাজ্জিরা যেভাবে ফলো করেন, তাতে এক প্রকার দিনের পুরোটা সময় নিজেদেরকে ব্যস্ত রাখতে হয় পারফেক্ট লুক ধরে রাখা নিয়েই। ক্যারিয়ারের শুরুতে সকলেই এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলেন প্রয়োজনের থেকে বেশি। যার জেরে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে।
অভিনেত্রী জানান, তিনি রীতিমত ভয়ে ভয়ে থাকতেন এয়ারপোর্ট লুক নিয়ে। ঠাকুরকে ডাকতেন, যেন কোনো ফটোগ্রাফার না আসেন। যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না। পাপারাজ্জিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায় বলেও দাবি করেন বিদ্যা।
ইন্ডাস্ট্রির তথাকথিত ‘সাইজ কনসেপ্ট’কে গুঁড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। শাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শাড়িতেই খুশি। কিন্তু জীবনের কোনো না কোনো সময় বডিকাউন্ট পোশাক পরে দেখেননি এমনটা নয়। পরেছেন, চেয়েছেন অন্য অভিনেত্রীর মতো দেখতে লাগুক তাকে। কিন্তু বিদ্যার মনে হয়েছে, তাকে নাকি অদ্ভুত দেখাচ্ছে।
রেড কার্পেটে বেশিরভাগ সময়ই শাড়িতে দাপানো নিঃসন্দেহে চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবেই পাস করেছেন বিদ্যা। ট্রেন্ড সেটার কি বলা যায় তাকে? বিদ্যার উত্তর, আমার কাছে তো কোনো চয়েজই ছিল না। ওসব পোশাকে আমি ফিট হতাম না। আমি একটা জিনিস বুঝতে পারি, হয় সারাজীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব, আর নয়তো আমি যা তাই হয়েই থাকতে পারব।
বিদ্যা আরও বলেন, যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম, দর্শকও আমাকে আরও কাছ থেকে পেতে চাইল।
কোনদিন অন্য কোনো অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার ইচ্ছে হয়নি তার? বিদ্যার সাফ জবাব, আমি চেষ্টা করেছি ওদের মতো পোশাক পরতে। তবে আমাকে অদ্ভুত দেখাত। নিজেও কমফোর্টেবল হতে পারতাম না একেবারেই। আমি খুশি, যা ভালোবাসি তাই পরতে পারি। যা ইচ্ছে তাই করতে পারি। আমি মুক্ত, আমি স্বাধীন। মানুষের কাছে তোমার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ, তারা নিজেরাও বুঝে গেছেন আমার লজ্জা নেই।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স