ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৬:৩০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৮:৪৫:৪১ অপরাহ্ন
​মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ ​ছবি: সংগৃহীত
ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনূর ক্যামিকেল কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর বিকেলে তিব্বতের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তারা মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ করে দেন। এ সময় বিক্ষোভকারীরা সড়ক ডিভাইডার ভেঙে এবং ট্রাফিক বিভাগের ব্যারিকেড দিয়ে আশপাশের সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন।

তাদের অভিযোগ, কোহিনূর ক্যামিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাসুলুল্লাহ (সা.)কে নিয়ে আজেবাজে ও কটূক্তিকর মন্তব্য করেছেন। তার ফাঁসির প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীরা আরও দাবি করেন, যতক্ষণ পর্যন্ত অভিযোগকারীকে ফাঁসি দেওয়া না হবে ততক্ষণে পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, অবরোধের ফলে উত্তরা-কাকলী-বনানী হয়ে মহাখালী -তেজগাঁওগামী এনং তেজগাঁও থেকে মহাখালী টার্মিনাল হয়ে উত্তরামুখী রুটে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। যান চলাচলের জন্য আমতলী হয়ে মহাখালী রেল ক্রসিং ব্যবহার করে জাহাংগীর গেইট রুট এবং আমতলী -গুলশান ১ হয়ে পুলিশ প্লাজা- শান্তা রুটে ডাইভারশন ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

তবে, মহাখালী থেকে উত্তরা- বনানী রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কোহিনূর ক্যামিক্যালের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ