শিক্ষার্থীদের আন্দোলন ইস্যু নিয়ে আগামীকাল বুধবার পরিস্থিতি পর্যালোচনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যাবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র