ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ফের সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০১:২৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:১৬:৫৬ অপরাহ্ন
​ফের সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা ​ছবি: সংগৃহীত
ফের সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঢাকা সিটি কলেজের নামফলক ও মূল ফটকের একাধিক অংশ ভাঙচুর করা হয়। 

জানা গেছে, বেলা ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন টিচার্স ট্রেনিং কলেজের সামনে।

দুপুর ১২টার পর দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। কিছুদিন আগে ফেসবুক গ্রুপে লেখালেখি নিয়ে দ্বন্দ্বের জের ধরেও সংঘর্ষ হয়েছিল।

আজও একই ধরনের উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ