ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রশাসনে ঘাপটি মারা অনেক উর্মি আছে: রিজভী

আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০১:৩১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০১:৩১:৫২ অপরাহ্ন
প্রশাসনে ঘাপটি মারা অনেক উর্মি আছে: রিজভী ​গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৮ অক্টোবর: 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি যখন আবু সাঈদকে সন্ত্রাসী বলে তখন নি:সন্দেহে প্রশাসনে এমন ঘাপটি মারা উর্মি অনেক আছে। তাদের বিষয়ে ইউনূস সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন।
রিজভী বলেন, প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা এখনও এই সরকারকে বিপদে ফেলতে চাইছে। সরকারের ভালো উদ্যোগকে বাধা দিচ্ছে। এদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। 
রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে যারা প্রমোশন পেয়ে বড় কর্মকর্তা হচ্ছেন তারা যদি মনে করেন এতদিন ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত ছিলেন, এখন যা ইচ্ছে তাই করবেন তাহলে ভুল করবেন। আপনাদের অবস্থাও স্বৈরাচারের দোসরদের মত হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিদেশে পাচার করা কালো টাকার ক্ষমতায় দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ। সিঙ্গাপুরে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে শেখ হাসিনা পুত্র জয়।
এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি।

স্কুপ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ