ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ‌দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:৪৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:৪৭:৪৯ অপরাহ্ন
​মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ‌দুদকের অভিযান
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করতে ঘুষ ও হয়রানির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার (২১ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে ওই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।  দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুযায়ী, পূর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পে ৫ হাজার কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে প্রচারভিত্তিক প্রকল্পে, যেখানে পাঁচটি নির্দিষ্ট প্রকল্পে প্রায় ১৯০ কোটি টাকা ব্যয় দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। সভা-সেমিনার, শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন, টিভিসি ও চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপন ইত্যাদি খাতে খরচ দেখানো হলেও প্রকল্পগুলো নামমাত্রভাবে বাস্তবায়িত হয়।

সবচেয়ে বড় দুর্নীতির কৌশল ছিল—প্রকল্পের আকার ৫০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা। যাতে তা একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভার অনুমোদনের আওতায় না পড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে একাধিক প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, গত চার বছরে ৫০ কোটি টাকার নিচে এমন পাঁচটি প্রকল্প নেওয়া হয়, যেখানে প্রকল্পের উদ্দেশ্য হিসেবে 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন' উল্লেখ ছিল। প্রকল্পগুলো বাস্তবায়নে মন্ত্রী ও সচিবদের ইচ্ছা মোতাবেক কাজ হয়েছে।

অভিযোগ রয়েছে, ঘুষের বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ দেয়া হতো। একজনের কাছ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেয়া হতো। আর ঘুষ না দিলে সনদ বাতিল কিংবা মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেয়া হতো। কখনও কখনও ঘুষ না দিলে রাজনৈতিকভাবে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে ট্যাগও দেয়া হতো। গত ১৫ বছরে এ পদ্ধতিতে বহু অনিয়ম হয়েছে। আর এতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রভাবশালী একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে।

এর আগে, গত ৫ মার্চ দুদকের সহকারী পরিচালক কামিয়াব আফতাহি উন নবীর নেতৃত্বে 'মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও পুনর্নির্মাণ' প্রকল্পের নথি গায়েব করে অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক একটি এনফোর্সমেন্ট অভিযান চালায় সংস্থাটি। 


বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ