ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব সিপিডির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:১৭:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:১৭:৪৭ অপরাহ্ন
​কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব সিপিডির ​ছবি: সংগৃহীত
আগামী অর্থবছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির দাবি, দেশের মাত্র ৯ শতাংশ প্রতিষ্ঠান কর্পোরেট কর দেয়। এর মধ্যে আবার ৪৫ শতাংশের অভিযোগ, কর দিতে জটিলতা এবং এনবিআর কর্মকর্তা নানাসময়ে তাদের কাছে ঘুষ চেয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ‘করপোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।

সিপিডি’র দাবি ঢালাওভাবে খাতভিত্তিক প্রণোদনা দেয়া রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কেবল, রাজস্ব আহরণে কর্পোরেট কর ২০ শতাংশের বেশি আহরণ সম্ভব।

বিভিন্ন দেশের রাজস্বে বড় ধরনের ভূমিকা থাকে কর্পোরেট করের। বাংলাদেশে হিসেব দেখলে, দেখা যায় ২০০০-০১ থেকে ২০১০-১১ অর্থ-বছর পর্যন্ত ১০ বছরে মোট রাজস্ব আহরণের ১৫ শতাংশ ছিলো কর্পোরেট কর। ২০১৪-১৫ অর্থ-বছরে যা উঠেছিলো ২৫ শতাংশ পর্যন্ত। তবে, করোনা মহামারির সময় ২০২১-২২ অর্থ-বছরে যা নেমে আসে ১৮ শতাংশে। যার থেকে কিছুটা উত্তরণ হয়ে, ২০২৪-২৫ অর্থ-বছরে ২০ শতাংশে পৌঁছেছে।

সিপিডির গবেষণা তথ্য বলছে, দেশে নিবন্ধিত ২ লাখ ৮৮ হাজার প্রতিষ্ঠানের মধ্যে ২০২৩-২৪ অর্থ-বছরে ট্যাক্স দিয়েছে মাত্র ২৪ হাজার ৩শ’ ৮১টি প্রতিষ্ঠান। যা মাত্র ৯ শতাংশ। এবং ঐ অর্থ-বছরে দেশে কর ফাঁকির পরিমাণ ছিলো ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সংবাদ সম্মেলনে সিপিডি দাবি করে, একমাত্র ডিজিটালাইজেশনই পারে কর ফাঁকি রোধ করতে।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশে ব্যবসায়ীদের দেয়া প্রণোদনা কাঠামো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি জানান, অধিকাংশ উন্নয়নশীল দেশে কর্পোরেট কর ২৫ থেকে ৩০ শতাংশ। কোনো কোনো দেশে এরও বেশি। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভারতে ২৫ থেকে ৩০, চীনে যেটি ২৫, মালোয়েশিয়ায় ২৪, ইন্দোনেশিয়ায় ২২, পাকিস্তানের ২৯ এবং মিয়ানমারে ২২ শতাংশ।

তবে, নাইজেরিয়াতে বৃহৎ শিল্পে কর্পোরেট কর ৩০ শতাংশ হলেও, ক্ষুদ্র শিল্পের জন্য যা শূন্য! বাংলাদেশে যেটি সর্বনিম্ন ১৫ শতাংশ করার দাবি সিপিডির। 

সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটস তামিম আহমেদ জানিয়েছেন, দেশের ৯২ শতাংশ প্রতিষ্ঠান চায় সবার জন্য সমান কর হারের পরিবর্তে সেক্টর ভেদে তা ভিন্ন হোক।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ