ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১২:৩২:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১২:৩২:০৮ অপরাহ্ন
​জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার ​ফাইল ছবি
অবশেষে কার্যতালিকায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য মঙ্গলবার (২২ এপ্রিল) ধার্য করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির। এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসামিপক্ষের রিভিউ শুনানির আবেদন মঞ্জুর করে মূল আপিল শুনানির অনুমতি দেন। এটি মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম, যেখানে রিভিউ শুনানি শেষে মূল আপিল শুনানির সুযোগ দিলো দেশের সর্বোচ্চ আদালত।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে সংঘটিত হত্যাকাণ্ড, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। মামলায় অভিযোগপত্রে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরে ১ হাজার ২৫৬ জনকে হত্যাসহ নয় ধরনের অপরাধে জড়িত ছিলেন তিনি।

২০১৯ সালের ২৩ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরপর ২০২০ সালে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।

২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩টি যুক্তি তুলে ধরে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল দাখিল করেন তার আইনজীবীরা। ৯০ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে জমা দেয়া হয় ২ হাজার ৩৪০ পৃষ্ঠার বিস্তারিত যুক্তি ও দলিলপত্র।

জামায়াতে ইসলামী বরাবরই এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রায়কে ‘প্রহসনমূলক‘ বলে দাবি করে আসছে। তবে রাষ্ট্রপক্ষ বলছে, এটি সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত একটি ন্যায়সঙ্গত বিচার। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ