ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের, দিশেহারা জিম্বাবুয়ে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৪-২০২৫ ১২:১৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৫ ০২:৪৬:৩৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সিলেট টেস্টের প্রথম দিনেই হারের শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে ছেলেখেলা করেছিল স্বাগতিকদের নিয়ে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই নাহিদ রানার জোড়া আঘাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ধারহীন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৬৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল সফরকারীরা। ১০ উইকেট হাতে রেখে সোমবার (২১ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে।
সফরকারীদের ওপেনিং জুটিকে আর বেশি দুর এগোতে দেননি নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিভারিতে বেন কারানকে সাজঘরে ফেরান বাংলাদেশের এ গতি তারকা। নাহিদের শর্ট বলে শর্ট লেগে মুমিনুল হকের তালুবন্দি হয়ে বিদায় নেয়ার আগে ৫৫ বলে দুই চারে ১৮ রান করেন তিনি।
২১ তম ওভারে জিম্বাবুয়ের আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে শিকার করেন রানা। জাকের আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরন তিনি। তার আগে ৬৪ বলে দশ চারের মারে ৫৭ রান করেন বেনেট। রানার পর আঘাত হানেন হাসান মাহমুদ। সেট হওয়ার আগেই নিকোলাস ওয়েলচকে বিদায় করেন এ পেসার।
বেলা বারোটায় প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান। শন উইলিয়ামস ৩৩ এবং ডাব্লিউ মাধেভেরে ৪ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স